৬নং ফতেহপুর ইউনিয়ন জাতীয় পার্টি সম্মেলন সম্পন্ন
গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন গতকাল বিন্নাকান্দি হাই স্কুলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মো. আব্দুর রবকে সভাপতি, আব্দুল হান্নানকে সাধারন সম্পাদক ও শাহ আলমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সম্মেলনে গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও নাছির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা জাতীয় পার্টির আহবায়ক গিয়াস উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হাফিজ উদ্দিন আহমদ ভূইয়া, সদস্য সচিব জাফর আহমদ, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, ফারুক আহমদ সরকার, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. ইসলাম আলী।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন আাহমদ বলেন, পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের নির্দেশে আমরা গোয়াইনঘাট উপজেলায় প্রতিটি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে যোগ্য ও ত্যাগী নেতাদের হাতে সংগঠনের দায়িত্ব প্রদান করে আগামী সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনে লাঙ্গল প্রতিকের প্রার্থী নির্বাচিত করে হুসাইন মোহাম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করব।