বুদ্ধিজীবী হ্ত্যা নিয়ে বিতর্ক: সময়মত সব দলিলপত্র জাতির সামনে তুলে ধরব (ভিডিও সহ)

6230ডেস্ক রিপোর্টঃ বুদ্ধিজীবীদের নিয়ে করা মন্তব্যে এখনো অনড় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সময়মত এ বিষয়ক সব দলিলপত্র জাতির সামনে তুলে ধরার কথা জানিয়েছেন তিনি। ইনডিপেনডেন্ট টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
বুদ্ধিজীবীদের নিয়ে করা তার মন্তব্যের পর এ নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তার মন্তব্যের জন্য কেউ কেউ আবার তার বিচারেরও দাবি তোলেন। বুদ্ধিজীবীদের নিয়ে করা মন্তব্যের জন্য বিচার করতে হবে-এই দাবির কোন ভিত্তি নেই বলেও মন্তব্য করেন গয়েশ্বর। বলছেন, তিনি কোন আইন লংঘন করেননি। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যাকেও আবার বিতর্কিত বলেছেন গয়েশ্বর। তিনি বলেন, তারা তিরিশ লাখের কম বা বেশি-কিছুই বলছেন না। কেবল বলছেন, এই সংখ্যা অনির্দিষ্ট।