দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরোদ্ধে ২০ দলীয় মেয়র প্রার্থীর লিখিত অভিযোগ
জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমানের বিরোদ্ধে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে পৌরসভার ভোটারদের বিভিন্ন কৈশলে প্রভাবিত করার লিখিত অভিযোগ করেছেন দিরাই পৌরসভা নির্বাচনের ২০ দলীয় জোটের মনোনিত মেয়র প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী মাসুক। গতকাল রোববার তিনি প্রধান নির্বাচন কমিশনার বারাবরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের অনুলিপি দিয়েছেন জেলা প্রশাসক সুনামগঞ্জ, জেলা পুলিশ সুপার সুনামগঞ্জ, রির্টানিং অফিসার দিরাই পৌরসভা ও সহকারী পুলিশ সুপার দিরাই সুনামগঞ্জ। লিখিত অভিযোগে মঈন উদ্দিন চৌধুরী উল্লেখ করেন গত এক সপ্তাহ ধরে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান পৌরসভার কিছু ভোরদের থানায় ডেকে এন নৌকা প্রথিকে ভোট দেয়ার জন্য চাপ দিচ্ছেন। পৌর শহরের কিছু ভদ্রলোকদের থানায় ডেকে এনে মদ খাওয়া ও মদ বিতরণের কথা বলে তাদের হুমকি দিচ্ছেন, কোনো কোনো বাস বাড়ীতে সিভিল পোশাপকে পুলিশ পাঠিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন। আমি ওসি সাহেবের এ বিষয়টি টেলিফোনে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারকে অবগত করলেও কোনো ফল পাইনি। তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সার্থে ও ওসিকে নির্বাচন কালিন সময়ে এখান থেকে সরিয়ে এক জন নিরপেক্ষ ওসি উক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়ার আবেদন জানান।