যৌতুক না পেয়ে স্ত্রীর হাত ভাঙল স্বামী

Rupali Aktarডেস্ক রিপোর্টঃ ৫ লাখ টাকা যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে বাঁ হাত ভেঙে দিয়েছে পাষণ্ড স্বামী। এ ঘটনায় স্বামী আমির হোসেনকে আটক করা হয়েছে। গুরুতর আহত গৃহবধূ রূপালী আকতারকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপালী আকতার চাঁদপুর জেলার কচুয়া থানার নিন্দুপুর গ্রামের আলী আশরাফের মেয়ে।
রূপালীর বড় ভাই আলম জানান, সাত বছর আগে নারায়ণগঞ্জ শহরের মজিদ খানপুর এলাকার খলিল মিয়ার ছেলে আমীর হোসেনে সঙ্গে রূপালীর বিয়ে হয়। বিয়ের পর থেকে আমির হোসেন প্রায়ই যৌতুকের জন্য রূপালীকে মারধর করত। বাপের বাড়ি থেকে টাকা আনাত।
তিনি আরো জানান, সম্প্রতি ৮০ হাজার টাকা ও পরে বিদেশ যাওয়ার কথা বলে ২ লাখ টাকা যৌতুক নেয়। আবারও বিদেশ যাওয়ার কথা বলে শনিবার সকাল ৮টায় বাপের বাড়ি থেকে ৫ লাখ টাকা নিয়ে আসার জন্য রূপালীকে চাপ দেয় আমির হোসেন। রূপালী রাজি হয় না। এ সময় তাদের ছয় বছরের শিশু রোজমনির সামনে রূপালীকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটায় আমির হোসেন। মারধরের সময় মেঝেতে পড়ে গিয়ে রূপালীর বাঁ হাতের হাড় ভেঙে যায়। পরে স্ত্রী ও মেয়েকে ঘরে রেখে বাইরে তালা মেরে চলে যান আমির।
রূপালীর বাড়ির আশপাশের লোকজনের ফোন পেয়ে তার বড় ভাই আলম চাঁদপুুর থেকে নারায়ণগঞ্জে এসে থানায় অভিযোগ করেন। পুলিশের সহায়তায় ঘরে তালাবদ্ধ থাকা অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, অভিযোগ পেয়ে আমির হোসেনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।