শাহজালাল-শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
ডেস্ক রিপোর্টঃ ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে এসে পৌছেঁছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শনিবার বেলা সোয়া ১টায় দিকে হেলিকপ্টারযোগে সিলেট এসে পৌঁছান তিনি। সিলেটে এসেই হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শনিবার বেলা ২টায় শাহজালাল মাজার জিয়ারত শেষ করে শাহপরান মাজার জিয়ারত করেন তিনি।
এর আগে বেলা সোয়া ১টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ হেলিকপ্টারযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জনান সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
এদিকে শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান দেন। সেখান থেকে বিকেলে তিনি ঢাকায় ফিরবেন।
এদিকে রাষ্ট্রপতির সিলেট আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল শুক্রবার থেকেই সিলেটজুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী দিন আজ প্রধান অতিথি রাষ্ট্রপতি আবদুল হামিদ।