‘পাঠশালা একুশ’ স্কুলে শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে শিকড়
শুক্রবার বিকাল ৩ ঘটিকায় অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবি গ্রুপ শিকড়ের উদ্বোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। নগরীর বালুচরস্থ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থিত ‘পাঠশালা একুশ’ স্কুলে অসহায় ও শীতার্ত শিশুদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় পাঠশালা একুশের শতাধিক অসহায় ও গরীব শিক্ষার্থীদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। গ্রুপে সদস্যদের নিজস্ব অর্থায়নে পরিচালিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেকড়ের প্রতিষ্ঠাতা সদস্য সানোয়ার হোসেন, এম.এন.এম তানভীর, মামুনুল ইসলাম শিপন, স¤্রাট শাহ নেওয়াজ, লুকমান আহমদ, ইসতিয়াক আহমদ, ত্রিদিব দাস, ইয়ামিন ইবনে ইমদাদ, আনোয়ারুল আলম মিঠু, রাজু আহমেদ এবং পাঠশালা একুশ এর পরিচালক ও শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য ২০০৯ইং সাল থেকে প্রতিবছর বিভিন্ন স্কুল এবং এতিমখানায় নিজস্ব অর্থায়নে ‘শিকড়’ শীতবস্ত্র, শিক্ষাসামগ্রী এবং এতিম শিশুদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করে আসছে।