বিএনপি সিলেট বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেল-এর বিবৃতি
নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপুর্ন ও অংশগ্রহনমুলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও গনমাধ্যমের প্রতি আহ্বান
আসন্ন ৩০ ডিসেম্বর সারাদেশ তথা সিলেটের ১৬টি পৌরসভা নির্বাচনকে নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপুর্ন ও অংশগ্রহনমুলক নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃপক্ষ ও গনমাধ্যম সমুহের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি সিলেট বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেলের নেতৃবৃন্দ।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে বিএনপি সিলেট বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা ইনাম আহমদ চৌধুরী এবং সিলেট বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন- অনেক প্রতিকুলতা সত্ত্বেও গনতন্ত্রকে সমুন্নত রাখতে বিএনপি আসন্ন পৌর নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা বিশ্বাস করি প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীগণ দেশের গনতন্ত্রের সহায়ক শক্তি। তাই নির্বাচন তথা দেশ পরিবচালনায় তাদের নিরপেক্ষ ও ন্যায়সংগত ভুমিকা অপরিহার্য। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনকে সুষ্ঠু ও সফল করতে বিএনপি সহ ২০ দলীয় জোট নেতাকর্মীদের প্রতি কোনরুপ অন্যায় অহেতুক হয়রানী থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তাহলে আপনাদের গুরুত্বপুর্ন ভুমিকা দেশ ও জাতির কাছে প্রশংসিত হবে। এক্ষেত্রে জাতির দর্পন খ্যাত ইলেক্ট্রনিক ও প্রিণ্ট মিডিয়া তথা সকল গনমাধ্যমের গুরুত্বপুর্ন ও কার্যকর ভুমিকা অপরিহার্য। তাই সকল মিডিয়া ও সামাজিক গনমাধ্যম সমুহকে অতীতের মত কার্যকর ও বলিষ্ঠ ভুমিকা রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। পাশাপাশি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপুর্ন গ্রহনযোগ্য নির্বাচনের স্বার্থে আমাদের পক্ষ থেকে ন্যায় সংগত সব ধরনের সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যাক্ত করছি।
নেতৃবৃন্দ আরো বলেন, গনমাধ্যম সর্বদাই আমাদের সহায়ক শক্তি। তাই সকল ক্ষেত্রে আমরা তাদের ন্যায় সংগত সহযোগিতা কামনা করে থাকি। অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের সকল গুরুত্বপুর্ন ও সময়োপযোগী কার্যকর ভুমিকা জাতি শ্রদ্ধার সাথে স্মরন করবে।