ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর ও জেলা শাখার দিনব্যাপী কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত
ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর ও জেলা শাখার দিনব্যাপী কর্মী শিক্ষা সভা আজ ২৫ ডিসেম্বর,শুক্রবার,লালদিঘীরপাড় মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০টা থেকে পবিত্র কুরআন পাঠের মাধ্যমে মহানগর সভাপতি সাঈদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে ও পূর্ব জেলা সভাপতি ফেদাউল হকের সঞ্চালনায় প্রথমে দারসে কুরআন পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার। “আমাদের লক্ষ্য, উদ্যেশ্য ও চার দফা কর্মসুচি’র” আলোকে আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, “ইসলামী আন্দোলনের কর্মীদের গুনাবলি” বিষয়ে আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সাধারন সম্পাদক মাওলানা আব্দুল আজীজ , “ঈমানের তাৎপর্য ও দাবী” শীর্ষক গুরুত্ত্বপূর্ণ আলোচনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ। এছাড়াও শিক্ষা সভায় কর্মসুচির মধ্যে ছিলো শিক্ষার্থীদের বক্তব্য, মুখস্থকরণ ও লিখিত পরিক্ষা, পুরস্কার বিতরনী । শিক্ষা সভায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সিলেট জেলা সভাপতি জননেতা মাওলানা রেজাউল করিম জালালী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, জেলা সহ সাধারন সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাঈম উদ্দিন,প্রশিক্ষন সম্পাদক মাওলানা আরীফুল হক ইদ্রিস। সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ জয়নুল ইসলাম।বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সভাপতি সুহাইল আহমদ, সেক্রেটারী আল-মাহমুদ আতিক, প্রশিক্ষন সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, বায়তুলমাল সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক হাফিজ জাহাংগির আলম,পূর্ব জেলা প্রশিক্ষন সম্পাদক আশিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনজর শাহ চৌধুরী,মহানগর মহানগর প্রশিক্ষন সম্পাদক সাদিক সালিম, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ রশীদ মুশতাক প্রমুখ। পরিশেষে মাওলানা রেজাউল করীম জালালীর মুনাজাতের মাধ্যমে শিক্ষাসভার সমাপ্তি ঘোষনা করা হয়।