চুনারুঘাটে প্রধানমন্ত্রীর ঘোষিত পে-স্কেল বাস্তবায়ন দাবীতে প্রধান শিক্ষকদের বিক্ষোভ

fe- kel photo 2চুনারুঘাট প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর ৯মার্চ ২০১৪ইং ঘোষিত আপডেট স্কেল বাস্তবায়ন ও বেতন ফিকসেশন জটিলতা নিরসনের জন্য বিক্ষোভ সমাবেশ করেছেন চুনারুঘাট উপজেলার ১৭০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। গত ২৪ ডিসেম্বর উপজেলার সদর প্রাথমিক বিদ্যালয়ে একত্র হয়ে তারা উপজেলা হিসাব রক্ষণ অফিস ও শিক্ষা অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। উক্ত সম্মিলিত সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক জালাল উদ্দিন, এনামুল হক আরজু, ইউনুস মিয়া আকমাল, আ: রশিদ, সৈয়দ রফিকুল ইসলাম,ফখরুল ইসলাম বদরুল, শাহ আ: রাজ্জাক, আ: রহিম, ফজলুল হক কামাল, আমির হোসেন ও মতিউর রহমান প্রমূখ। প্রত্যেক বক্তাগন, ২০ মাসেও উন্নিত স্কেলের বেতন ফিকসেশন সমস্যার সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করেন। তারা বলেন, এ সমস্যার সমাধান না হওয়ায় বর্তমান ৮ম পে-স্কেলে সারা দেশে প্রায় ৫০ হাজার প্রধান শিক্ষকগন নতুন স্কেলে বেতন উত্তোলন করতে পারছেন না। তারা অভিলম্বে এ সমস্যার সমাধান চান। একই দিনে তারা সৃষ্ট সমস্যার সমাধান কল্পে কাজ করার জন্য একটি লিয়াজো কমিটিও গঠন করেন।