রুস্তমপুর ইউনিয়নের কুপারবাজারে মুক্তিযাদ্ধাদের সংবর্ধনা
মুনশি আলিম: গতকাল রুস্তমপুর ইউনিয়নের কুপার বাজারে ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কর্তৃক গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং রুস্তপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ডা. মো. মিজান আল রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শাহজাহান, লে্গংুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম ওরফে ধনাই মেম্বার, ১ নং রুস্তপুর ইউনিয়নের ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মান্নান, গোয়াইনঘাট উপজেলার আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং ১ নং রুস্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. মো. মোসলিম উদ্দিন ভূইয়া, ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্বাছ আলী, ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের সাংগঠনিক মুক্তিযোদ্ধা কমান্ডার লিখন কাজী, মাসুক আহমেদ, হুনাই মেম্বার, আব্দুল মন্নান, কবি ও গল্পকার মুনশি আলিম, আলামিন, প্রমুখ।
অনুষ্ঠানে বক্তৃৃতা দিতে গিয়ে আব্দুল হামিদ বলেন, সৈয়দ, চৌধুরী, তালুকদার এরা জাতির শ্রেষ্ঠ সন্তান নয়, জাতির শ্রেষ্ঠ সন্তান হলেন মুক্তিযোদ্ধারা। হুনাই মেম্বার বলেন, সবার সহযোগিতার মাধ্যমেই স্বাধীনতা এসেছে। অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে আমাদের বসবাস করতে হবে।
মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন, রুস্তমপুর ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক তাঁরা কোন মিটিংয়ের আমন্ত্রণ পান না বলে অভিযোগ করেন। সাবেক চেয়ারম্যান মুসলিম উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ এই সরকারকে কোন ষড়যন্ত্রের মাধ্যমেই দমিয়ে রাখা যাবে না।
প্রধান অতিথি হিসেবে উপজেলা কমান্ডার অব্দুল হক বলেন, এ দেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের যেমন অবদান রয়েছে তেমনি এই দেশকে সমৃদ্ধশালী ও সুখী করতে মুক্তিযোদ্ধাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানটিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ১নং রুস্তমপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবুল কাশেম।
এতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন মো. জসীম উদ্দীন।