দাঁতের রুট ক্যানেল করার প্রক্রিয়া (ভিডিও)
ডেস্ক রিপোর্টঃ যারা দাঁতের সমস্যায় ভুগছেন তাদের মাঝে অনেকে রুট ক্যানেল সম্পর্কে জানেন। আমাদের সমাজে বেশিরভাগ শিশুদের মাঝে দাঁতের সমস্যা দেখা যায়। কারণ তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরণের মিষ্টিজাতীয় খাবার যেমন- চকলেট, চুইংগাম, ললিপপ ইত্যাদি খেয়ে থাকে। তারপর ভালভাবে ব্রাশ করে মুখ পরিষ্কার না করার ফলে দাঁতে ব্যথার সৃষ্টি হয়।
দাঁতে ব্যথার অনেকগুলো কারণের মধ্যে ব্যাকটেরিয়ার কারণে সবচেয়ে বেশি এই সমস্যা দেখা যায়। দাঁত সঠিকভাবে ও নিয়মিত পরিষ্কার না করার কারণে দাঁতে রোগজীবাণু আক্রমণ করে। যার ফলে দাঁতে ব্যথার সৃষ্টি হয়। একসময় দেখা যায় দাঁত ক্ষয়প্রাপ্ত হয়েছে। তখন ডাক্তারেরা রুট ক্যানেল করার পরামর্শ দেন।
এই রুট ক্যানেল আসলে কি, তা নিয়ে অনেকের মাঝে জল্পনা-কল্পনা রয়েছে। মূলত দাঁতে ক্ষয়ের সৃষ্টি হোলে তখন দাঁতের মাঝে বিভিন্ন রোগজীবাণু বাসা বাঁধে। রুট ক্যানেলের সময় প্রথমে মাড়ির ভিতরে পরিষ্কার করা হয় এবং পড়ে তা ভরাট করে ক্যাপ পড়িয়ে দিতে হয়। রুট ক্যানেলের সম্পূর্ণ পদ্ধতি একটি ভিডিওর মাধ্যমে এখানে দেখানো হল।