৪৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মিলান লোম্বার্দিয়া আওয়ামীলীগ

bandicam 2015-12-21 13-54-51-827মিলান প্রতিনিধি: ইতালির মিলানে লোম্বার্দিয়া আওয়ামীলীগের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোম্বার্দিয়া আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিতার সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোর্ আন তেলাওয়াত,সমবেত জাতীয় সংগীত ও সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য রাখেন লোম্বার্দিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান,আকরাম হোসেন,জামিল আহমেদ,রহমান খান,রয়েল তালুকদার,তোফায়েল আহমেদ তপু,তুহিন মাহমুদ সহ লোম্বার্দিয়া আওয়ামিলীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ এর নেতৃবৃন্দ।
বক্তারা, সকল যুদ্ধপরাধী ও বঙ্গবন্ধু সহ ১৫ই আগষ্ট,জেল হত্যা সহ সকল নির্মম ঘটনার সরযন্তকারী ও পলাতক হত্যাকারীদের অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান ও বঙ্গ বন্ধুর সপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশকে রাজাকার মুক্ত করতে জননেত্রী শেখ হাসিনারহাতকে শক্তিশালী করতে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান।