ইতালির মিলানে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করেছে মিলান কনসুলেট

bandicam 2015-12-21 13-57-47-313মিলান প্রতিনিধি: আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ইতালির মিলান কনসুলেট অফিসে আলোচনা সভার আয়োজন করে মিলান কনসুলেট। কনসাল রফিকুল ইসলাম এর উপস্থাপনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোর্ আন তেলাওয়াত করেন দুতাবাস অফিসের কর্মকর্তা শেখ মুক্তার আহমেদ।অভিবাসী দিবস উপলক্ষে মাননীয় রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,,পররাষ্ট্র মন্ত্রী,প্রবাস কল্যাণ মন্ত্রী ও প্রবাস কল্যাণ সচিব এর প্রদত্ত বাণী পাঠ করেন মিলান কনসুলেট এর কনসাল জেনারেল রেজিনা আহমেদ,কনসাল রফিকুল ইসলাম ও ভাইস কনসাল নাফিসা মনসুর। সভায় অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ইতালিয়ান সহ বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে কাজ করেন সংঘটনের তিন জন কর্মকর্তা এবং অভিবাসীদের নিয়ে কাজের উপর গুরুত্ব আলোচনা করেন। আলোচনা শেষে তাদের কে বাংলাদেশ অভিবাসীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান মিলান কনসুলেটের কনসাল জেনারেল।
সভায় বক্তব্য রাখেন মিলান আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিতা,সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান,আকরাম হোসেন,জামিল আহমেদ,সারোয়ার হোসেন সহ কমিউনিটির নেতৃবৃন্দরা।
আলোচনা সভা শেষে প্রবাসীদের কে নিয়ে খেলাধুলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রধান করা হয়।