সিলেটে আওয়ামী কর্মজীবী লীগের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী কর্মজীবী লীগ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভা গতকাল নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্টিত হয়। বাংলাদেশ আওয়ামী কর্মজীবী লীগ সিলেট জেলা ও মহানগর শাখার প্রেসিডেন্ট এডভোকেট মিসবাহ উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক এ.কে এম কাওসার আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড.এ.কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী কর্মজীবী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট এ.এফ মো.রুহুল আনাম চৌধুরী (মিন্টু), মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগ উপদেষ্টা এস এম নুনু মিয়া, সহ সভাপতি এড. আব্দুল মালিক, বাংলাদেশ আওয়ামী কর্মজীবী লীগ সিলেট জেলা ও মহানগর শাখার সহ সভাপতি আব্দুল মালিক, এড. এম আর খান মুন্না, সেলিম আহমদ, সিলেট জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বেলাল,মুজিবুর রহমান সাইম, এম সারোয়ার জাহান মামুন, তারেকুল ইসলাম মারুফ, গোলাম কিবরিয়া, ফয়েজ আহমদ, সিলেট ম্যাটস এর প্রিন্সিপাল কুমার দাস, আনিছুর রহমান, দুদু মিয়া, বাবুল মিয়া, রাসেল মিয়া, শ্রুত দেব গোস্বামী, গৌরাঙ্গ তালুকদার, জালাল মিয়া প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কাজী ফখরুল।