কেমুসাস আয়োজিত শিশুকিশোর মেলা ও বইপাঠ প্রতিযোগিতা উদ্বোধন
নতুন প্রজন্মকে আগামী দিনের উপযোগী নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য তাদের মেধা বিকাশ ঘটাতে হবে। এ লক্ষেই কেমাসাস শিশু-কিশোরদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার সমন্বয়ে প্রথম শিশু মেলার আয়োজন করা হয়েছে।
২০ ডিসেম্বর ২০১৫ রোজ রবিবার দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে প্রথম দিনের প্রতিযোগিতা চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন কালে প্রবীন শিক্ষাবিদ ভাষা সৈনিক বর্তমান কার্যকরী পরিষদের সদস্য অধ্যক্ষ মাসউদ খান একথা বলেন।
কেমুসাসের সহ সভাপতি গবেষক আবদুল হামিদ মানিকের সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন কেমুসাস সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, কেমুসাস সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক, সহ-সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, পাঠাগার সম্পাদক নাজমুল আনসারী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুস সাদেক লিপন এডভোকেট, কেমুসাস সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের, গল্পকার সাহেদ হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন গল্পকার সেলিম আউয়াল উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে পবিত্রকোরআন থেকে তেলাওয়াত করেন কেমুসাসের কোষাধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত । বিজ্ঞপ্তি।