পোষ্টারময় গোলাপগঞ্জ

IMG_20151219_135428নোমান মাহফুজ: গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পৌর এলাকা। শোভা পাচ্ছে পৌর এলাকার বিভিন্ন পয়েন্ট, ওয়ার্ড, হাট-বাজার, বাসা-বাড়িসহ বিভিন্ন স্থান। সর্বত্রই পোষ্টারের রাজত্ব। এ যেন পোষ্টারের শহর। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পৌর এলাকা। পৌরসভার ৯টি ওয়ার্ডে মেয়র কাউন্সিলর ও তাদের সমর্থকরা হাতে হাতে লিফলেট বিতরণ করছেন। প্রার্থী ও সমর্থকরা ভোটারদের হাতে লিফলেট দিয়ে ভোট চাইছেন। লিফলেট হাতে ভোটারদেরকে নানান ছলাকলায় ভিন্ন ভঙ্গিমায় ভোট ব্যাংক তৈরি করছেন এবং ভোটাররাও মেয়র, কাউন্সিলর বাছাইয়ে নানান হিসাব নিকাশ শুরু করেছেন।
মেয়র-কাউন্সিলর প্রার্থীরা তাদের প্রতীকি পোষ্টার লিফলেট নিয়ে ভোটারদের দ্বারে ধারে যাচ্ছেন। নিত্য নতুন আশার বাণীতে ভোটারদের মন গলাতে ব্যস্থ রয়েছেন।
পৌর নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী সমর্থকরা ডিজিটাল প্রচারণায় ঝড় তুলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজ নিজ প্রার্থীদের নির্বাচর্নী পোষ্টার লিফলেট ছেড়ে ভিন্ন ভাষায় প্রচারণার মাধ্যমে প্রার্থীদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বর্তমান মেয়র জাকারিয়া আহমদ পাপলু নৌকা প্রতীকে লড়ছেন। ধানের শীষ প্রতীকে পৌর বিএনপি’র সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, মোবাইল প্রতীকে (স্বতন্ত্র) সিরাজুল জব্বার চৌধুরী, জগ প্রতীকে (স্বতন্ত্র) আমিনুল ইসলাম রাবেল, লাঙ্গল প্রতীকে জাপার সুহেদ আহমদ, নারিকেল গাছ প্রতীকে (স্বতন্ত্র) আমিনুর রহমান লিপন, দেওয়াল ঘড়ি প্রতীকে উপজেলা খেলাফত মজলিসের আমিনুল ইসলাম আমিন। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্টিত হবে। তখন দেখা যাবে কার কার আবেদন ভোটাররা গ্রহণ করেছেন। আর এর জন্য অপেক্ষা করতে হবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।