ঐশীর ‘লাইফ পার্টনার’ !
ডেস্ক রিপোর্টঃ মা-বাবাকে হত্যায় অভিযুক্ত আলোচিত ঐশী’র জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক সায়মন তারিক। লাইফ পার্টনার নামের নতুন এই ছবিটিতে ঐশীর চরিত্রেই অভিনয় করবেন নায়িকা প্রিয়ন্তি পরী।
এই সম্পর্কে সায়মন তারিক বলেন, ‘ঐশীর জীবনী নিয়ে নির্মাণ করব ‘লাইফ পার্টনার’। ওর উপর ভিত্তি করেই আমরা বর্তমানে গল্পের কাজ করছি। তবে চলচ্চিত্রের প্রয়োজনে আরো কিছু চরিত্রে এতে ঢুকানো হবে। আশা করছি ছবিটির মধ্য দিয়ে সবাই একটা ম্যাসেজ পাবেন’।
ছবিটির গল্প লিখছেন কমল সরকার। এতে চারজন নায়ক-নায়িকা থাকবেন। একটি চরিত্রে প্রিয়ন্তি চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়াও নতুন আরেকজন নায়ককেও চুক্তিবদ্ধ করেছেন সায়মন তারিক। বাকি দুইজন ঠিক হলেই ছবির কাজ শুরু করবেন বলে জানান তিনি।
২০১৩ সালের ১৬ আগস্ট ঢাকার চামেলীবাগে নিজের ফ্ল্যাট থেকে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী আয়েশা রহমান স্বপ্নার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন থানায় গিয়ে তাদের মেয়ে ঐশী রহমান বাবা-মাকে হত্যার কথা নিজ মুখে স্বীকার করে। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। এখনো সে জেলে আছে। সুত্রে-অনলাইন