অহনার নিজের কথায় গরমিল
সুরমা টাইমস বিনোদনঃ এতদিন চলচ্চিত্রে অভিনয় নিয়ে বেশ কয়েকবার ভিন্ন ধরনের কথা বলেছেন মডেল অভিনেত্রী অহনা। তবে এবার ফের নিজের কথার গরমিল নিজেই করলেন তিনি। কিছুদিন আগেও এক সাক্ষাৎকারে অহনা বলেন, তিনি আর কোন ছবিতে কাজ করছেন না। এফ আই মানিকের পরিচালনায় ‘দুই পৃথিবী’র প্রযোজক ঝামেলায় পড়ে যাবেন বলেই তিন বছর পর নতুন করে শুরু হওয়া ছবিটিতে আবারও কাজ করার প্রসঙ্গে একথা বলেন অহনা। এরপর বেশ কিছুদিন ধরে এ নিয়ে আর কোন কথা না হলেও শেষ পর্যন্ত আবারও সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। সম্প্রতি পিএ কাজলের পরিচালনায় ‘চোখের দেখা’ ছবির শুটিং শুরু করেছেন অহনা। এ প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্রে কাজ করবো না এটা বলেছিলাম। কিন্তু ভাবলাম একজন শিল্পী হিসেবে যে কারোরই বড়পর্দাকে মূল ঠিকানা হিসেবে রাখা উচিত। তাই যখন এ ছবিতে কাজ করার প্রস্তাব পাই তাতে আর না করতে পারিনি। সবদিক বিবেচনা করে ফের চলচ্চিত্রে ফিরেছি। এর গল্পটি বেশ সুন্দর। আর শুটিংয়ে বেশ উপভোগ করছি। আশা করছি ছবিটির কাজ শেষ করে টিভি নাটকে নিয়মিত হবো। উল্লেখ্য, ‘চাকরের প্রেম’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে অহনার। এরপর আরও একটি ছবিতে অভিনয় করেন তিনি। বর্তমানে একুশে টিভিতে দীপু হাজরার পরিচালনায় ‘থ্রি কমরেডস’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন তিনি। এছাড়াও কয়েকটি খণ্ড নাটক ও টেলিছবির কাজ শেষ করেছেন।