সিলেটে হাজার কণ্ঠ গাইলো প্রাণের জাতীয় সঙ্গীত
ডেস্ক রিপোর্টঃ ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসের পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পন লগ্নে সারাদেশবাসীর সঙ্গে সিলেটবাসীও গাইলো প্রাণের জাতীয় সঙ্গীত। জঙ্গিবাদ প্রতিরোধের আহ্বানে জাতীয় সঙ্গীতের আয়োজন করেছে বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটি, সিলেট। বিকেল ৪:৩১ ঘটিকার সময় উপস্থিত হাজারো জনতা নিজ অবস্থানে দাঁড়িয়ে থেকে জাতীয় সঙ্গীত গেয়ে ওঠেন। এসময় অনেকের চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়তেও দেখা যায়।
এর আগে সকাল থেকে ‘জয় বাংলা বাংলার জয়’, ‘তোরা আজ জয়ধ্বনি কর’, ‘মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই’ এমন বিজয়ের গান, স্লোগান ও বিভিন্ন অনুষ্ঠানে মুখর ছিল চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার। ছোট-বড়, যুবক-বৃদ্ধ সব বয়সের সব শ্রেণির মানুষের পদচারণায় মুখর এই এলাকা। জাতীয় সংগীত এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটি,সিলেট এর সদস্য সচীব দেবাশীষ দেবু এবং শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আহবায়ক ব্যারিষ্টার আরশ আলী।