ছাত্রদল নেতা এখলাছ মুন্না কে কারাগারে প্রেরণ

munna_chhatrodolসুরমা টাইমস রিপোর্টঃ সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখানকারী বিদ্রোহী শীর্ষ নেতা এখালাছুর রহমান মুন্না ও ২ ছাত্রদল কর্মী সাইদুল ইসলাম হুদয় ও জিয়াউল হক জিয়াকে কারাগারে প্রেরন করা হয়েছে । বৃহস্পতিবার (এস এমপি) এয়ারপোর্ট থানা এস.আই সুমন কবির মিরা বাদী হয়ে থানায় তাদের বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলা দায়ের করেন। মামলার নং হচ্ছে ৭৭/৪ ২০১৫ ইং। মামলায় তাদেরকে আম্বারখানা পানি উন্নয়ন বোর্ড এর সামনে একটি গাড়ি ট্রাক পুড়ানোর সন্দেহ ভাজন বলে গ্রেফ্তার দেখানো হয়। তবে তারা মামলার এজহারভুক্ত আসামী নন বলে জানা গেছে।

প্রসঙ্গত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা ও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের সহ স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বুধবার নগরীর শাহী ঈদ গা থেকে সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখানকারী বিদ্রোহী শীর্ষ নেতা এখালাছুর রহমান মুন্নার নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হলে ,তখন ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখানকারী বিদ্রোহী শীর্ষ নেতা এখালাছুর রহমান মুন্না ও ২ ছাত্রদল কর্মী সহ অজ্ঞাত ৫ জনকে আটক করে পুলিশ