না ফেরের দেশে চলে গেলেন ছাত্রদল নেতা টিপু
সিলেট জেলা ছাত্রদল নেতা ও দক্ষিন সুরমা উপজেলা জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি দক্ষিন সুরমার লালাবাজার ইউনিয়নের কাটাদিয়া নোয়াগাঁও প্রবাসী মুক্তার আলীর পুত্র সিলেট লিডিং ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী ছাদ মিয়া টিপু বুধবার বিকাল ৫:৩০ মিনিট সময় দক্ষিণ সুরমার নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিনযাবৎ মরণব্যাধী ক্যান্সারে ভুগ ছিলেন। বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় কাটাদিয়া নোয়াগাঁও কবরস্থানের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যু কালে তিনি পিতা-মাতা, একমাত্র ছোট ভাইসহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গিয়েছেন।
সিলেট জেলা ছাত্রদল নেতা ও দক্ষিন সুরমা উপজেলা জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি ছাদ মিয়া টিপু অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ কলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ ও মাহফুজুল করিম জেহিন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মোর্শেদ, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছ মুন্না, সহ-সাধারন সম্পাদক নাজিম উদ্দিন পান্না, জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ, মহানগর সাবেক সদস্য হানুর ইসলাম ইমন ও সদর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রমুখ। নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন, তরুণ-মেধাবী ও পরিশ্রমী এই ছাত্রনেতার মৃত্যুতে আমরা জাতীয়তাবাদী পরিবার হারিয়েছে এক সাহসীক কর্মীকে। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।