মৃত্তিকায় মহাকালের নতুন নাটক ‘জোড়াতালী’ মঞ্চস্থ
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত ২ দিন ব্যাপী উৎসবের প্রথম দিন গতকাল মঙ্গলবার সিলেটের প্রতিশ্রুতিশীল গণ সাংস্কৃতীক সংগঠন ‘মৃত্তিকায় মহাকাল’ তাদের নতুন পথ নাটক ‘জোড়াতালী’ মঞ্চায়ন করেছে।
ম. আ. হাসানের রচনায় ও সৈয়দ সাইমূম আনজুম ইভানের নির্দেশনায় রাত সড়ে ৯টায় এ নাটক মঞ্চায়িত হয়।
মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে নাটকটিতে ডাক দেয়া হয় বিবেক জাগ্রত করার। বর্তমান সময় ও ঐতিহাসিক চরিত্রের বিনির্মানে নাটকটি উচ্ছসিত করে উপস্থিত বিপুল দর্শকদের।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রুবেল রাজ, শাহীদ খান, মারুফ আহমদ মুন্না, শেখ মনীরুজ্জামান, রবিউল ইসলাম, শাম্মী নাজ সিদ্দীকি, স্বস্তীদিপন চক্রবর্তী, দেবী রাজলক্ষ্মী ও সুদিপ্ত হাওলাদার।
আজ ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত্তিকায় মহাকাল শহীদ মিনারে পরিবেশিত করবে আবৃত্তির বিশেষ প্রযোজনা ‘তোমার জন্য’। বিজ্ঞপ্তি