সিলেট অনলাইন প্রেসকাবের সদস্য অন্তর্ভূক্তির সময় বড়লো
সিলেট অনলাইন প্রেসকাবের সদস্য অন্তর্ভূক্তির আবেদন করার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সিলেটে কর্মরত যেকোন অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা যথাযত কাগজপত্র প্রদান সাপেক্ষে সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন। সরকারী ছুঠির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মধুবন সুপার মার্কেটের ৪র্থ তলাস্থ পেসকাব কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।
সিলেট অনলাইন প্রেসকাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।