মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

DSC_0781৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে মুক্তিযুদ্ধে শহীদান ও বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার পরিজন, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসামনী ও উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল আব্দুর রব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ, সাবেক স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী, মুক্তিযুদ্ধ উত্তোর প্রশাসক সাবেক মন্ত্রী আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজী, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী বীর প্রতীক, সাবেক সংসদ সদস্য মোঃ আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম, বীর মুক্তিযোদ্ধা ইয়ামীন চৌধুরী প্রমুখদের রূহের মাগফেরাত এবং রাজনৈতিক স্থিতিশীলতা ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় গতকাল ১৫ ডিসেম্বর মঙ্গলবার খতমে কোরআন শেষে দরগাহে হযরত শাহজালাল (রঃ) মাজার জামে মসজিদের বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে বঙ্গবীর এর মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল নবগঠিত ওসমানী নগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক ভাবে বঙ্গবীর এর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কলন্দর আলী, স্মৃতি সংসদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, সাধারণ সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ, মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমন্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শোয়েব আহমদ, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, দয়মীর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ, বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন, সৈয়দ জুনেদ আহমদ, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, শফিকুর রহমান শফিক, সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, সাব্বির আহমদ, এডভোকেট সালমান খান, আজিজুল হক চৌধুরী ফয়েজ, ওসমানী নগর উপজেলার সমবায় কর্মকর্তা মোঃ সাদেক মিয়া, ডিপিও মোঃ শাহীনুর রহমান, মুফতী নেহাল আহমদ, মাওলানা সাইফুদ্দীন, কয়েছ আহমদ সাগর, সাবেক ছাত্রনেতা সৈয়দ বেলাল প্রমুখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফিজ মাওলানা শামসুল ইসলাম (ভাদেশ্বরী), হাফিজ আব্দুল কাদির। দোয়া পরিচালনা করেন দেওয়ান মাছুদ রাজা চৌধুরী।