দেশজ সংস্কৃতিকে রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

pm hasinaসুরমা টাইমস ডেস্কঃ সাংস্কৃতিক গবেষণার ওপর জোর দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দেশজ সংস্কৃতি রক্ষা করতে হবে। দেশজ সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে সামনে নিয়ে আসতে হবে। একই সঙ্গে অপসংস্কৃতি যেন ঘাড়ে চেপে না বসে সেদিকে খেয়াল রাখার আহবান জানান তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সচিব রনজিৎ বিশ্বাসসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, নতুনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করতে হবে। নতুনদের দেশীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে হবে। এজন্য যুগোপযোগী পদক্ষেপ নিতে হবে। তিনি বলেছেন,
শুধু পেটের নয়, মনের ক্ষুধাও মেটাতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, এখন নতুন অনেক প্রযুক্তি এসেছে। সব কিছুই এখন ডিজিটাল। সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও পৃথিবী এগিয়ে যাচ্ছে। আমাদের ঐতিহ্য সংরক্ষণ করতে হবে। শুধু পুরনো জিনিস ধরে রাখলে সামনে এগোবে না।
নতুন প্রজন্ম কম্পিউটার, ইন্টারনেট, ওয়েবপোর্টাল ব্যবহার করছে। এসব প্রযুক্তির মাধ্যমে তাদের কাছে সংস্কৃতি সহজে পৌঁছে দিতে হবে। এক্ষেত্রে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
সাংস্কৃতিক বিকাশের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান ও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকেও ধরে রাখতে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, এসব সংস্কৃতি হারিয়ে যেতে দেওয়া যাবে না।
বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, শিল্পাচার্য জয়নুল আবেদীন, পল্লীকবি জসীম উদ্দীনসহ বরেণ্য কবি-সাহিত্যিকদের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।