পুলিশ ও ছিনতাইকারীর বাসা থেকে ১০২ ভরি স্বর্ণ উদ্ধার,গ্রেপ্তার ৩
ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রামে এক ব্যবসায়ীর ১০২ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় দুই পুলিশ সদস্য ও এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দুই পুলিশ সদস্যের বাসা থেকে ৩৮ভরি ও ছিনতাইকারীর বাসা থেকে ৫২ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া এএসআই মিজানুর রহমান বর্তমানে কোতোয়ালি থানার এনায়েত বাজার পুলিশ ফাঁড়িতে নিয়োজিত রয়েছেন। অন্যদিকে কনস্টেবল খান-এ আলমও একই ফাঁড়িতে রয়েছেন দীর্ঘদিন ধরে। ঘটনা জানাজানি হলে পুলিশ বিভাগ সোমবার রাতে তাদের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে।
নগরীর কোতয়ালী থানার ওসি জসিম উদ্দীন বলেন, ইপিজেড এলাকার ছিনতাইকারী আল আমীনকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে জানতে পারি এই ঘটনায় দুই পুলিশ সদস্য রয়েছে। পরে ঘটনসা খতিয়ে দেখে সত্যতা পেয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের পর ওইসব সোনা নিজেরা ভাগাভাগি করে রেখেছে বলে অনুসন্ধানে বেরিয়ে আসে।