২৯ জানুয়ারি আসছে ‘কৃষ্ণপক্ষ’ (ভিডিও সহ)
বিনোদন ডেস্কঃ ২৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে মেহের আফরোজ শাওনের চলচ্চিত্রের ‘কৃষ্ণপক্ষ’। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির সহকারী পরিচালক জুয়েল রানা। আজ নুহাশপল্লীতে শেষ হয়েছে ছবিটির শুটিং। শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ ও মাহিয়া মাহি।
জুয়েল রানা জানিয়েছেন, ছবিটির প্রায় সব দৃশ্যের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। একটা গানের শুটিংই শুধু বাকি ছিল। শেষ হলো আজ। তারপর সাউন্ডের কাজ শুরু করবো। সবকিছু ঠিকঠাক থাকলে ২৯ জানুয়ারি ছবিটি মুক্তির নতুন মুক্তির তারিখ ঠিক করা হয়েছে।’