সংযুক্ত আরব আমিরাত উম্ম আল কোয়াইন যুবদলের আহবায়ক কমিটি বিলুপ্ত
সংযুক্ত আরব আমিরাত উম্ম আল কোয়াইন যুবদলের আহবায়ক কমিটি বিলুপ্ত করে ৫১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করে গত ১০-১২-১৫ তারিখে স্হানীয় পালমা বিচ রির্সোটে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়,আরাপাত সিদ্দিক এর সভাপতিত্বে সাধারন সম্পাদক রাজস বিশ্বাস এর পরিচালনায়,ও সিনিয়র সহ সাধারন সম্পাদক ইকবাল হোসেন এর সহযোগিতায় শুরুতেই কোরওয়ান তেলওয়াত করেন আরিফ হোসেন,শুভেচ্ছা বক্তব্য রাখেন নুরুল আমিন,এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বি এন পির সফল সভাপতি জনাব জাকির হোসেন,প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত যুবদল সভাপতি প্রোকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উম্ম আল কোয়াইন বি এন পির সভাপতি জনাব আমিরুল ইসলাম চৌধুরী এনাম,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্তিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত যুবদলের সংগ্রামী সাধারন সম্পাদক জনাব শফিকুল ইসলাম শামিম,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্তিত ছিলেন উম্ম আল কোয়াইন বিএনপির সাধারন সম্পাদক কোকন আহমদ,সিনিয়র সহ সভাপতি প্রোকৌশলী তৌহিদজ্জুমান ভুইয়া,সিনিয়র সহ সাধারন সম্পাদক কয়েস আহমদ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্তিত ছিলেন জনাব,কামাল হোসেন সহ সাধারন সম্পাদক উম্ম আল কোয়াইন বি এন পি ও উম্ম আল কোয়াইন যুবদলের সস্মানিত উপদেষ্ঠা,বিশেষ অতিথি হিসাবে আরো উপস্তিত ছিলেন সং যুক্ত আরব আমিরাত যুবদলের সিনিয়র সহ সাধারন সম্পাদক মোঃইউসুফ,কেন্দ্রীয় সহ সভাপতি মিয়া সিজিল,কেন্দ্রীয় সহ সভাপতি সালেহ আহমদ, শারজা যুবদলের সদস্য সচিব আরমান চোধুরী, উম্ম আল সানাইয়া বি এন পির সভাপতি মাওলানা সামসুিদ্দন,উম্ম আল কোয়াইন জামেয়া বি এন পির সভাপতি ফয়েজ মিয়া,উম্ম আল কোয়াইন ২০ দলীয় সভাপতি মারুফ আহমদ,উম্ম আল কোয়াইন শ্রমিক দল সভাপতি খলিল মিয়া,যুবদলের সিনিয়র সহ সভাপতি জুনেদ আহমদ,আমির উদ্দিন প্রমুখ,বক্তব্য আরো দেন আবু জাহের,কামাল হোসেন,জুনেদ আহমদ,নাসির হোসাইন.