মিলানে সিটিজেন মুভমেন্ট এর জরুরি সভা অনুষ্টিত

bandicam 2015-01-28 12-20-02-240নাজমুল হোসেন,মিলান থেকেঃ ইতালির মিলানে মানবাধিকার রক্ষা ও জনগনের গণতান্ত্রিক পক্রিয়া সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনা ও অধিকার আদায়ের নিমিত্তে সিটিজেন মুভমেন্ট এর জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে সিটিজেন মুভমেন্ট এর আহবায়ক আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে শাহাদাত হোসেন মিন্টুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি সালাউদ্দিন ভুইয়া,মিলান বিএনপির সভাপতি খান এমদাদ হোসেন,কুমিল্লা সমিতির সভাপতি শাহ আলম,বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির,বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ,ঢাকা সমিতির সভাপতি দেলওয়ার হোসেন দিপু,কুমিল্লা সমিতির উপদেষ্ঠা হাসিব আলম সেলিম,বিএনপি নেতা কাজী দিপু,সুমন আহমেদ,আলমগীর কাজী,উসমান খান,আনিসুজ্জামান খোকন,শাহীন আহমেদ,হানিফ পাঠুয়ারী,যুবদলের সভাপতি তফাজ্জল হোসেন তপু,জুয়েল পাশা,একে রুহুল সান প্রমুখ।

বক্তারা সিটিজেন মুভমেন্ট এর কার্যক্রম কে আরো গতিশীল করার জন্য মিলানে সিটিজেন এর পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আলোচনা করা হয় এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উপস্থিত সকলের আলোচনা শেষে সিটিজেন মুভমেন্ট এর উদ্যোগে মিলানে বর্তমান সরকারের মানবতা লঙ্গন করার জন্য মিলানে একটি কার্যক্রম করার সিদ্দান্ত নেওয়া হয়। এই সময় টেলিফোনে সিটিজেন মুভমেন্ট এর লন্ডনের আহবায়ক আব্দুল মালেক সভায় বক্তব্য রাখেন।