প্রধানমন্ত্রীকে তুলে আছাড় মারার চেষ্টা সাংসদের (ভিডিও সহ)
ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের সংসদের কটুকথা আর পাশের দেশ ভারতীয় সংসদের হাঙ্গামা নিয়ে সমালোচনার শেষ নেই। ভারতের সংসদে জাল টাকা ওড়ানো বা স্পিকারের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ছুঁড়ে মারার ঘটনাতেও কম সমালোচনা হয়নি। একে অপরের উপর মরিচের গুঁড়া ছুঁড়ে মারার ঘটনাও ঘটেছে ওই সংসদে। তাই বলে কুস্তির আখড়া! এমনটাই হয়েছে ইউক্রেনের সংসদে।
পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের সংসদে হাতাহাতি যদিও নতুন কথা নয়। মারদাঙ্গা লেগেই থাকে। শুক্রবার কিযেভের সংসদে দেখা গেল সেরকমই এক ছবি। সেদিন সেখানে সরকারের বার্ষিক রিপোর্ট পেশ করছিলেন প্রধানমন্ত্রী আর্সেন ইয়াতেসনযুক।
তার আগে তার সঙ্গে হাত মেলাচ্ছিলেন সাংসদরা। এমন সময় এগিয়ে আসেন বিপিপি দলের সাংসদ ওলগে বার্নো। ফুলের তোড়া দিতে পোডিয়ামের ভিতরে ঢুকে যান তিনি। হঠাৎই প্রধানমন্ত্রীকে পিছন থেকে জড়িয়ে ধরে তুলে আছাড়ার মারার চেষ্টা করেন।
বার্নোকে থামাতে ছুটে আসেন অন্য সাংসদরা। এরই মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। আর এতে আহত হয়েছেন দুই সাংসদ।