জাহেদ তালুকদার যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় কয়েস লোদীর অভিনন্দন
সিলেট মহানগর ছাত্রদলের রাজপথ কাপানো ছাত্রনেতা, শহীদ জিয়ার আদর্শের লড়াকু সৈনিক জাহেদ আহমদ তালুকদার যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সিসিক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
শনিবার এক বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সংসদের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সকল ক্ষেত্রে সিলেটের রাজপথে জাহেদ আহমদ তালুকদারের সরব উপস্থিতি ছিল। সুদুর প্রবাস যুক্তরাজ্যেও গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জাহেদ আহমদের অগ্রনী ভুমিকা জাতীয়তাবাদী শক্তির জন্য প্রেরনাদায়ক। সিলেট মহানগরের ত্যাগী ছাত্রনেতা জাহেদ আহমদ তালুকদারকে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত করায় বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমানসহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এর মাধ্যমে প্রবাসেও জাতীয়তাবাদী শক্তির সকল আন্দোলনে জাহেদ তালুকদার আরো বেশী অগ্রনী ভুমিকা পালনের সুযোগ সৃষ্টি করা হলো।