শাহজালাল স্পোর্টিং ক্লাব ফ্রান্স এর আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ২০১৪ ইং সম্পন্ন

Shahjalal Sporting Club Franceফ্রান্স প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবার ও প্যারিসের লা কর্ণব খেলার মাঠে সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব ফ্রান্স এর আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ২০১৪ ইং অনুষ্ঠিত হয় । সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব ফ্রান্স এর সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমও সহ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম এর পরিচালনায় সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব এর সভাপতি ফয়ছল উদ্দিনের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সমাজ কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হুসেন কয়েছ ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি কে ফুল দিয়ে বরণ করে নেন সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব ফ্রান্স এর সাংগটনিক সম্পাদক দেলোয়ার হুসেন ও ক্রীড়া সম্পাদক আব্দুল কাদির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়থ ক্লাবের সভাপতি মোমিন আল শরিফ,  বিশিষ্ট রাজনীতিবিদ সিরাজুল ইসলাম ,ইয়থ ক্লাবের সাধারণ সম্পাদক টি , এম রেজা,ইয়থ ক্লাবের সাংগটনিক সম্পাদক হেনু মিয়া ,
ইয়থ ক্লাবের ক্রীড়া সম্পাদক মোছলেম রুমেল , চাঁদপুর জেলা সমিতির সভাপতি মিন্টু চৌধুরী , রাজনীতিবিদ আশরাফ হুসেন, বুরহান উদ্দিন মাস্টার , ইসহাক আলী মুরব্বী, কুলাউরা এ্যাসোসিয়েশনের সভাপতি হাসান সিরাজ, মফিজ আলী, বাংলাদেশ ক্রিকেট ক্লাব ফ্রান্স এর সভাপতি সুমন সাধারণ সম্পাদক অহিদ টিপু , হক স্বপন , অজয় দাস , হাসান সবুজ , বকুল হুসেন ,সুহেল আহমেদ , ইস্কন্দর আলী, শাহরুক খান , নুর ইসলাম কামাল, সহ বিভিন্ন সামাজিক , রাজনৈতিক , সাংস্কৃতিক , ক্রীড়া ব্যক্তিত্ব সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব ফ্রান্স এর আয়োজনে ফুটবল টুর্নামেন্ট এ মোট ৪ টি দল অংশগ্রহন করে ।
১) এলিভেন স্টার ফ্রান্স,২) বিশ্বনাথ স্পোর্টিং ক্লাব ফ্রান্স ৩) কুলাউরা একাদশ এবং ৪) কে কে ৯৩০০০ অংশগ্রহণ করে । চূড়ান্ত পর্বের খেলায় এলিভেন স্টার ফ্রান্স , কুলাউরা একাদশ কে হারিয়ে বিজয়ী হয় । উক্ত ফুটবল টুর্নামেন্ট সেরা গোল দাতা নির্বাচিত হয়েছেন কুলাউরা একাদশ এর জাহেদ আহমদ । উদিয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ স্পোর্টিং ক্লাব ফ্রান্স এর লিটন । ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছেন এলিভেন স্টার ফ্রান্স এর ফরহাদ । টুর্নামেন্ট এর পুরো খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন শাহজাহান খান , মোছলেম রুমেল , রিয়াজুল ইসলাম , দেলোয়ার হুসেন , আব্দুল কাদির ।
এবং খেলায় বিচারকের দায়িত্বে ছিলেন তানভির আহমদ ও আব্দুল আহাদ । সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব এর সভাপতি ফয়ছল উদ্দিন তার বক্তব্যে বলেন এই ফুটবল টুর্নামেন্ট আয়জনের মূল উদ্দেশ্য হচ্ছে এই ফুটবল টুর্নামেন্ট থেকে সেরা খেলোয়ার নির্বাচন করে ফ্রান্সে একটা শক্তিশালী বাংলাদেশী ফুটবল টীম গটন করা । কারন ২০১৫ সালে  সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব এবং ইয়থক্লাব এর ক্রীড়া সম্পাদক মোছলেম রুমেল এর যৌথ উদ্যোগে বাংলাদেশী ইউরোপিয়ান ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করতে যাচ্ছে । এতে অংশগ্রহন করবে ইউরোপের ৬ টি দেশ যথাক্রমে ফ্রান্স, ইংল্যান্ড , হল্যান্ড , স্পেন , ইতালী ও বেলজিয়াম ।
আর বাংলাদেশী ইউরোপিয়ান ফুটবল টুর্নামেন্ট এর যাত্রা শুরু হবে অর্থাৎ প্রথম টুর্নামেন্ট হবে ফ্রান্সে । পর্যায়ক্রমে তা ইউরোপের সব দেশে এই  বাংলাদেশী ইউরোপিয়ান ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হবে । সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব এর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদ্বেষ্টা গিয়াস উদ্দিন , হেলাল আহমদ , আব্দুল আহাদ । সাংগটনিক সম্পাদক দেলোয়ার হোসেন , সাবেক প্রচার সম্পাদক আব্দুল মোমিন, ক্রীড়া সম্পাদক আব্দুল কাদির , তানভির আহমেদ , আব্দুল আহাদ, সাহেদ আহমদ , মাহিন আহমদ , আশিক আহমদ , কয়েছ আহমদ , ফয়জুল হক , লায়েছ আহমদ , বেলাল রাজ রাহমান মুন্না , আব্দুল হান্নান ,  আহমদ খান প্রমুখ ।