মহানগর তালামীযের র্যালী সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা
আগামী ১১ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে সিলেট নগরীতে আহুত মোবারক র্যালী সফল করার লক্ষ্যে সিলেট মহানগর তালামীযের দায়িত্বশীল ও ওয়ার্ড প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা গত ১১ ডিসেম্বর শুক্রবার বেলা ২ ঘটিকার সময় সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিলেট মহানগরী সভাপতি ও মিলাদুন্নবী (সা:) র্যালী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হুমায়ুনুর রহমান লেখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান ফরহাদের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মিলাদুন্নবী (সা:) র্যালী বাস্তবায়ন কমিটির আহবায়ক মুহাম্মদ মুহিবুর রহমান। আরো বক্তব্য রাখেন মহানগরীর সহ-সভাপতি এনাম উদ্দিন আহমদ, সহ সাধারণ সম্পাদক শেখ শাফি উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর তালামীযের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাবেদ আহমদ, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান শাকের, মহানগরীর সদস্য আব্দুল আযীয ফারহান ও সাবেক সদস্য ইমরান আহমদ, সিলেট সরকারী আলিয়া মাদরাসা শাখার সভাপতি সোহেল আহমদ, ২৩ নং ওয়ার্ড সভাপতি আজাদ হোসেন, ৩ নং ওয়ার্ড সভাপতি হুসাইন আহমদ, ২২ নং ওয়ার্ড সভাপতি শামীম আহমদ, ১০ নং ওয়ার্ড সভাপতি আতিকুর রহমান, ১৭ নং ওয়ার্ড সভাপতি হাফিজ সেলিম উদ্দীন, সিলেট সরকারী কলেজ শাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ২৭ নং ওয়ার্ড সহ-সভাপতি মিনহাজুল আবেদীন, ২২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুযাক্কির হোসাইন, ২৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল কালাম, আবুল বাশার, হোসাইন আহমদ, আতিকুর রহমান, জাবেদ আহমদ, শুয়াইবুর রহমান, হাফিজুর রহমান প্রমুখ।