ফ্রেন্ডস পাওয়ার স্পোর্টিং কাবের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত
বৃহত্তর সিলেটের সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক সংগঠন ফ্রেন্ডস পাওয়ার স্পোর্টিং কাবের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী নগরীর মির্জাজাঙ্গালস্থ ইয়াংজিং চাইনিজ রেষ্টুরেন্ট প্রাঙ্গনে গতকাল শুক্রবার দুপুর ২টায় সংস্থার সভাপতি মোঃ আনোয়ার আলী রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রূপম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলার সভাপতি রোটারিয়ান পিপি ড. আর কে ধর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড ৫ এর মহিলা কাউন্সিলর দিবা রানী দে বাবলী, সিলেট নার্সারী মালিক কল্যাণ সমিতির সভাপতি সালেহ আহমদ, হোটেল নির্ভানা ইন এর ব্যবস্থাপনা পরিচালক তাহমিন আহমদ, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান এম এ বায়েছ, সিলেট উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এএম শিহাব উদ্দিন, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলার সাধারণ সম্পাদক স্মৃতি ভূষণ দাস সাগর, বিশিষ্ট সমাজকর্মী হেলাল আহমদ ও তাইনুল ইসলাম আসলাম।
অনুষ্ঠানে ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মাননা স্মারক প্রধান অতিথি রোটা: পিপি ড. আর কে ধর, বিশেষ অতিথি এলিট স্পোর্টস ও এলিট ভিশনের পরিচালক কবির আহমদ খান এবং ১৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনকে প্রদান করেন প্রতিষ্ঠাতা সভাপতি ও পৃষ্টপোষক পরিষদের সদস্য রকি দেব, ছাবেদ হোসেন ও অমর চন্দ্র দাস।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ সিক্স এসাইড ক্রিকেট প্রীতি ম্যাচের প্রথম পুরুষ্কার বহর আবাসিক এলাকা শাহপরান, ২য় পুরুষ্কার সুপার ষ্টার কাব, ৩য় পুরুষ্কার ইলেভেন ব্রাদার্স স্পোর্টিং কাব ও ৪র্থ পুরুষ্কার ইউনাইটেড সুপার ষ্টারকে প্রদান করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী গুলজার আহমদ, নুরুল ইসলাম, বিজন কুমার দে, ১৩নং ওয়ার্ড আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিহির দেব, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান, সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন, সাবেক সাহিত্য সম্পাদক আমির হোসেন, সাবেক ক্রীড়া সম্পাদক রাজিব পাল, জাকের পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ খান, হিমাংশু শেকর দে, সজল কান্তি কর, জনি দেব, পাপ্পু দেব, জয় দেব, অধির দেব, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফখরুল আহমদ, সাবেক মহানগর যুবলীগের ক্রীড়া সম্পাদক বিধান পাল, উত্তম দেব, শাহিন মিয়া, সুরালোক শিল্পী অঙ্গনের পরিচালক অমরেন্দ্র দেব প্রমূখ।
কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মো: খায়রুল ইসলাম সুমন, রঞ্জন দাস, মো: তাহের হোসেন, মো: শামিম আহমদ, রুকন মিয়া, স্বপন দাস, জাবেদ আলী হাসান, রাজিব চন্দ্র দাস, অর্পন পাল, মো: আলী, আতাউর রহমান, মো: আব্দুল জব্বার সুজন, শরিফুল রহমান, ছাদিকুর রহমান বদরুল, সাদিকুর রহমান সাদিক, ফাহাদ বিন ফাহিম, মো: কে এম রবিউল হক, আলমগীর হোসেন, পৃষ্টপোষক পরিষদের সম্মানিত সদস্য সাহেদ আহমদ, বিধান কৃষ্ণ রায় প্রমূখ। অনুষ্ঠানে ২০১৫-১৬ নব কার্যকরী কমিটির সভাপতি মো: আনোয়ার আলী রাজ ও সাধারণ সম্পাদক রূপম তালুকদারকে পূণরায় মনোনিত করা হয়। সর্বশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সুরালোক, বাংলাদেশী আইডল, বাংলাদেশ বেতার এর শিল্পীবৃন্দ।