নাটক ‘আওরঙ্গজেব’ মমগঞ্চায়নের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ৭দিন ব্যাপী নাট্যমঞ্চৎসব

Natok 6‘আমরা ভূলিনি অতীত, ছাড়িনি সে পথ, যে পথ রক্তে কেনা’ এই স্লোগানে নাট্যমঞ্চ সিলেটের গৌরবের ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭দিন ব্যাপী নাট্যমঞ্চ নাট্যোৎসব-২০১৫ আজ সমাপ্ত হচ্ছে। আজ উৎসবের সমাপনী দিন মঞ্চস্থ হবে বাংলাদেশের স্বনামধন্য নাট্যদল প্রাঙ্গনেমোর ঢাকার প্রযোজনায় ‘আওরঙ্গজেব’ নাটক। মোহিত চট্টোপাধ্যায় এর রচনায় নাটকের নির্দেশনা দিয়েছেন স্বনামধন্য নাট্যব্যক্তিত্ব অনন্ত হিরা। নাট্যমঞ্চ নাট্যোৎসবকে ঘিরে বিগত ৬দিন ছিল সিলেটের নাট্যকর্মী নাট্যমোদী দর্শকের এক আনন্দঘন সমাবেশ। কলকাতার একটি দল ও ঢাকার ৪টি দল এবং কমলগঞ্জের একটি দল নিয়ে নাট্যমঞ্চ সিলেট ৭দিন ব্যাপী নাট্যোৎসবের যে আয়োজন করেছে তা সিলেটের নাট্যমোদী দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। গতকাল উৎসবের ষষ্ঠ দিন ছিল ‘দুই বাংলার দুই একাঙ্ক’ নাটক। ১০ মিনিট বিরতি দিয়ে পরিবেশিত হয় রবীন্দ্রনগর নাট্যযুদ কলকাতার প্রযোজনা চক্রব্যূহ ও শব্দ নাট্যচর্চা কেন্দ্র ঢাকার নাটক ‘বিরাঙ্গনার বয়ান’। সিলেটের মঞ্চে এই প্রথমবারের মতো এক সঙ্গে দুই বাংলার দুই একাঙ্ক নাটক উপভোগ করল সিলেটের নাট্যমোদী দর্শক। সন্ধ্যা সাড়ে ছয়টায় অডিটোরিয়াম মঞ্চে নাটক হল ভর্তি দর্শক উপভোগ করেন। নাটক মঞ্চায়ন শেষে আমন্ত্রিত দু’টি দলকে উৎসব স্মারক উত্তরীয় তুলে দেন বীর মুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ, প্রবীন নাট্যব্যক্তিত্ব মনির আহমদ ও সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত।
আজ সাতদিন ব্যাপী নাট্যোৎসবের সমাপনী দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ কামরুল আহসান। নাট্যমঞ্চ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সিলেটের নাট্য ও সংস্কৃতি কর্মী এবং সকল নাট্যমোদী দর্শককে সমাপনী দিনের নাটক দেখার আমন্ত্রণ জানান। বিকাল ৩টা থেকে অডিটোরিয়াম হল কাউন্টারে নাটকের প্রবেশপত্র পাওয়া যাবে।