সিলেটস্থ দিরাই ছাত্র ঐক্য পরিষদের ২০১৫-১৬ বছরের কার্যকরী কমিটি গঠন
সিলেটস্থ দিরাই উপজেলার সকল ছাত্র-ছাত্রীদের কল্যাণে সিলেটের সকল কলেজ, বিশ্ব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আগামী ২০১৫-১৬ বছরের ২০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অসীম তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভায় সবার সর্ব সম্মতিক্রমে নিহারেন্দু তালুকদার (নোবেল)-কে সভাপতি ও মোঃ জুবায়ের আহমেদ-কে সাধারণ সম্পাদক করে ২০১ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি আনিসুর রহমান (এস.আই.ইউ), যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত দাস (সি.কৃ.বি), সাংগঠনিক সম্পাদক: সম্রাট হাজরা (এল.ইউ), প্রচার সম্পাদক আবু হাদিস (এম.এম.সি), মহিলা বিষয়ক সম্পাদিকা পার্বতী তালুকদার (এম.সি), দপ্তর সম্পাদক সলিল চন্দ্র দাস (এম.সি), অর্থ সম্পাদক দীপ্ত কান্তি দাস (এম.এম.সি), সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজান তালুকদার (এম.সি), সাংস্কৃতিক সম্পাদক মিঠু তালুকদার (এম.সি), শিক্ষা বিষয়ক সম্পাদক নাসির আহমদ (এম.ইউ), যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক রনি তালুকদার (সি.কৃ.বি), আইন বিষয়ক সম্পাদক চয়ন তালুকদার (এম.ইউ), বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুশাংক রায় (সাস্ট), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুকুল চন্দ্র তালুকদার (ইএনজি.সি), ধর্ম বিষয়ক সম্পাদক সুমন চক্রবর্তী (এম.সি), পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সল মিয়া (এম.এম.সি), ছাত্র বিষয়ক সম্পাদক রাকু চৌধুরী (এম.সি), পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রব্বানী আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রূপম মজুমদার (এম.এম.সি), সমাজ সেবা বিষয়ক সম্পাদক ধ্রুব জ্যোতি দাস (এল.ইউ), ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক বিধূর সূত্রধর (সরকারি কলেজ) প্রমুখ