হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি কর্তৃক ফ্রি হোমিও চিকিৎসা ক্যাম্প ও সেমিনার অনুষ্ঠিত
হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি কর্তৃক দিনব্যাপী ফ্রি হোমিও চিকিৎসা ক্যাম্প ও সাপ্তাহিক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত। গত ১১ ডিসেম্বর শুক্রবার কাজিটুলাস্থ আশিয়া ইভনিং মাদ্রাসায় ফারেহা সুতলতানার আয়োজনে হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি সিলেট কর্তৃক ফ্রি হোমিও চিকিৎসা সেবা দেয়া হয়। সোসাইটির সহ সাধারণ সম্পাদক ডাঃ সাজ্জাদুর রহমানের পরিচালনায় রোগীদের সেবা প্রদান করেন ডাঃ আছমা বেগম, ডাঃ রুকসানা আক্তার, ডাঃ আবুল হোসেন, ডাঃ হেলাল আহমেদ, ডাঃ সাহিদা বেগম, ডাঃ বুশরাতুত তানিয়া। ফ্রি ক্যাম্পে উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন সজিব, মাদ্রাসার পরিচালক আফজল হোসেন মাফিক, বিশিষ্ট সমাজসেবক নুরুল মুমিন খোকন, জালাল উদ্দিন প্রমুখ।
ছাত্র সংগঠনের সভাপতি মোঃ ফেরদৌস আলম ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশীদের যৌথ পরিচালনায় ঔষধ তৈরী ও বিতরণের দায়িত্বে ছিলেন শাহ্ খালিদুর রহমান, শাহ্ ফরহাদ আহমদ, নুরুল আমিন, রেজাউর রহমান, শাহ্ কামাল, আয়েশা, তাহমিনা, তামান্না, অঞ্জলি রানী রায়, ইসলাম উদ্দিন, মোজাহিদুল ইসলাম, আব্দুস সালাম, মুফলিহা, শারমিন সুলতানা প্রিমা, কুদ্দুস সরকার, শাহাদাৎ হোসেন, জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী ও সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুল হক মুন্সী।
সকাল ৯ হতে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা সেবা দেয়ার পরে, বিকেল ৩টায় কলেজ হল রুমে সাপ্তাহিক সেমিনার শুরু হয়। এতে প্রধান আলোক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ শরীফ শাহ্রিয়ার চৌধুরী। আলোচ্য বিষয়বস্তু ছিল মেটেরিয়া মেডিকার হোমিও ঔষধ ‘ক্যালকেরিয়া কার্ব’। উক্ত সেমিনারে শতাধিক ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল।