মৌলভীবাজারে জাপা’র ২ নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি !
বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা জাতীয় পাটির সভাপতি সৈয়দ শাহাবউদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হককে কাফনের কাপড় পাঠিয়েছে দূর্বৃত্তরা। গত ১০ ডিসেম্বর বৃহস্পতিবার ডাকযোগে তাদের শহরের বসাভবনে এ চিঠি এসে পৌঁছায়।
মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাবউদ্দিন বলেন, সকাল ১১টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ম রহমান নামে এক ব্যক্তির পক্ষ থেকে একটি চিঠি এসে পৌঁছায়। চিঠিটি খুলে দেখতে পাই খামের ভেতর কাফনের কাপড়, ইঁদুর মারার ওষুধ ও একটি সাদা কাগজ। তাতে লেখা রয়েছে “আপনারা ব্যস্ত রাজনীতিবিদ, রাজনীতি থেকে সরে দাড়ান না হয় বিষ খেয়ে মরেন।”
অপরদিকে জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হক জানান, সকাল ১১টার দিকে ঘুম থেকে উঠে দেখতে পাই ম রহমান নামে এক ব্যক্তির পক্ষ থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি চিটি এসেছে। সেটি খুলে দেখতে পাই এক টুকরো কাফনের কাপড়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানিয়েছেন, তাকে ফোনে বিষয়টি জানানো হয়েছে। অভিযোগ পেলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।