জিন্দাবাজারে সিটি সেন্টারের লিফটে আটকা ৮ জন, পালালেন গার্ডরা
ডেস্ক রিপোর্টঃ সিলেটের জিন্দাবাজার সিটি সেন্টারের লিফটে আটকা আটকা পড়েছিলেন শিশুসহ ৮ জন। লিফটের ভেতর শ্বাসরুদ্ধকর অবস্থায় প্রায় আধাঘন্টা কাটালেও তাদেরকে উদ্ধারে এগিয়ে আসেননি মার্কেটের প্রহরী (গার্ড) বা সংশ্লিষ্টরা। পরে মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ক্রেতারা চেষ্টা চালিয়ে ওই ৮ জনকে উদ্ধার করেন। বৃহস্পতিবার াত পৌণে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে জনৈক লায়েক আহমদ ও মুরাদ আহমদ তাদের স্ত্রী সন্তানদের নিয়ে সিটি সেন্টারের ১০ তলায় স্পাইসি রেস্টুরেন্টে রাতের খাবার শেষে লিফটে নিচে নামছিলেন। লিফটি নিচে নামার আগেই বিকল হয়ে পড়ে।
মুরাদ আহমদ জানান- লিফটটি বন্ধ হয়ে যাওয়ার পর তারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা মার্কেট কর্তৃপক্ষের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। ভেতর থেকে তারা চিৎকার চেচামেচি করলেও মার্কেটের তত্ত্বাবধানে থাকা গার্ডরা এগিয়ে আসেননি। পরে মার্কেটের কিছু ব্যবসায়ী, কর্মচারী ও ক্রেতারা চেষ্টা চালিয়ে তাদেরকে উদ্ধার করেন। লিফটের ভেতর থেকে মুক্তি পাওয়ার পর তারা দেখতে পান মার্কেটের গার্ডরা উধাও।