নারীর প্রতি বৈষম্য ও নির্যাতন রুখে দাড়াঁও -সমাজতান্ত্রিক মহিলা ফোরাম
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার যৌথ উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ বিকেল ৩টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সিলেট জেলা সংগঠক শিল্পা রায়ের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল কাশেম, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, ছাত্রফ্রন্ট এম.সি কলেজ শাখার সাধারণ সম্পাদক এম.এ ওয়াদুদ, ছাত্রফ্রন্ট নেতা আশিক মোস্তফা প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ। তিনি বলেছিলেন প্রগতিশীল সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য নারী পূরুষের সমতা অনস্বীকার্য। তিনি পুরুষ শাসিত সমাজের নির্মম নিষ্ঠুরতা অবিচার ও কুসংস্কারের জর্জরিত অবরুদ্ধ জীবন যাপনে বাধ্য নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য সংগ্রাম করেছিলেন। তিনি অনুধাবন করতে পেরেছিলেন রাতারাতি কোন আন্দোলনের মাধ্যমে নারী সমাজ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হতে পারবেনা। এজন্য প্রয়োজন প্রকৃত শিক্ষার। তিনি তার লেখায় পিতৃতান্ত্রিক সমাজে নারী অসম অবস্থান ফুটিয়ে তুলেছেন। কিন্তু আজও নারীরা বৈষম্য ও পুরুষতান্ত্রিক মানসিকতার স্বীকার হচ্ছে। যা বর্তমান পৌর নির্বাচনে মহিলা কাউন্সিলারদের প্রতীক বরাদ্দের মাধ্যমে আরও প্রবলভাবে প্রকাশ পেয়েছে। তাই রোকেয়ার জীবনের শিক্ষা নিয়ে ও চেতনা লালন করার মাধ্যমে বৈষম্যহীন মানবিক সমাজ গড়ে তুলতে হবে।