সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও উপদেষ্টা মনজুরুল আহসান খানকে হত্যার হুমকির প্রতিবাদে সিপিবি সিলেট জেলা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সিটি কর্পোরেশন প্রাঙ্গন থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য গোলাম রাব্বি চৌধুরীর সঞ্চালনায় এবং পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল ইসলাম খোকার সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি সংসদের সভাপতি স্বপন দেব নাথ, যুব ইউনিয়ন সিলেট জেলার সভাপতি খায়রুল হাসান, উদীচী সিলেট জেলা সাধারন সম্পাদক রতন দেব, সিপিবি সিলেট জেলার নেতা ডা. বীরেন্দ্র চন্দ্র দেব। এছাড়াও উপস্থিত ছিলেন বাদল কর, এনায়েত হাসান মানিক, বিএইচ আবির, তুহিন কান্তিধর, শ্রীকান্ত শর্মা, শিপন পাল, দয়াময় কুমার দেব, শাহজালাল সুমন প্রমূখ।
বক্তারা অবিলম্বে হুমকি দাতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবী জানান এবং হুমকি দিয়ে প্রগতির আন্দোলন সংগ্রাম বন্ধ করা যাবেনা বলে জানান।