সিলেট সদর উপজেলা বিএনপিকে জেলা ও মহানগর ছাত্রদলের অভিনন্দন

সিলেট সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি এ.কে.এম তারেক কালাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রদল সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লোকমান।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, জেলা বিএনপি অনুমোদিত নবগঠিত সদর উপজেলা বিএনপির কমিটি আগামী দিনে শহীদ জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কমিটির মাধ্যমে দলের কার্যক্রম আরো গতিশীল হবে। সকল দলীয় কর্মকান্ডে সর্বস্তরের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে সোচ্চার ভাবে কাজ করে যাবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।