‘পৌর নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্রের তথ্য আমাদের কাছে আছে’
ডেস্ক রিপোর্টঃ নির্বাচনের নামে লোক দেখানো প্রহসন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও ২০দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের কাছে কোনো দিন আমরা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি না। এ নির্বাচন কমিশন হচ্ছে, শেখ হাসিনার পদলেহী ও আজ্ঞাবহ কমিশন। রাতে গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিগত আন্দোলনে ও সাম্প্রতিক সময়ে পুলিশের নির্যাতনে পঙ্গু ছাত্রদল নেতারা দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। পরে তিনি চারজন পঙ্গু চার ছাত্রনেতা-কর্মীকে আর্থিক সহায়তাও দেন। খালেদা জিয়া বলেন, পৌর নির্বাচনে আওয়ামী লীগ এখনই নানা অনিয়ম করছে। তারা কি কি ষড়যন্ত্র করেছে এবং করছে তার সব তথ্যই আমাদের কাছে আছে। তারা চোরামি করে বিজয় ছিনিয়ে নিয়ে মানুষকে বলবে, আমরা জিতেছি। চোরামি বন্ধ করুন, জাতীয় নির্বাচন দিয়ে প্রমাণ করুন আপনারা নিরপেক্ষ। দলের গুম হওয়া নেতাকর্মীর স্বজনদের আকুতির কথা উল্লেখ করে খালেদা জিয়া পুলিশকে উদ্দেশ্য করে বলেন, নিজের দেশের মানুষকে হত্যা করা বন্ধ করুন। তিনি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেন, নিজের দেশের মানুষের দিকে তাকান। বিএনপি চেয়ারপারসন বলেন, জঙ্গি জঙ্গি বলে আওয়ামী লীগ বিদেশিদের কাছে বোঝাতে চায় জঙ্গি দমনে তাদের প্রয়োজন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশে জঙ্গিবাদের উত্থান হয়। বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে না, জঙ্গিতে বিশ্বাস করে না। আমাদের সময়ে জঙ্গিবাদের বিচার করেছি, শাস্তি দিয়েছি। র্যাবের বিরুদ্ধে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, তারা নিরীহ লোকজনকে ধরে নিয়ে যায়। অনেকদিন আটকে রাখে। ঠিকমতো খেতে দেয় না। বীভৎস চেহারা বানিয়ে কিছুদিন পর নানা জিনিস দিয়ে তাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করে। এভাবে তারা নিরীহ লোকদের ধরে নিয়ে জঙ্গি বানায়। র্যাবের ডিজি বেনজীর আহমেদকে উদ্দেশ্য করে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, বেনজীর আহমেদকে বলি এর পরিণতি ভালো হবে না, হতে পারে না। আপনাদেরও পরিবার আছে, বাবা-মা, সন্তান আছে। বুঝতে হবে। দলের গুম নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, ২ বছর ধরে নিখোঁজ নেতাকর্মীদের স্বজনরা আমার কাছে জানতে চায় তাদের স্বজন কই? আমি এর কি উত্তর দেব। কিছুদিন আগেও রংপুরে আমাদের নেতা মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনকে গুম করা হয়েছিল। পরে স্থানীয় নেতাকর্মীদের আন্দোলনের মুখে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এভাবে একটি দেশ চলতে পারে না। আল্লাহ যদি থেকে থাকেন তবে এর বিচার হবে। আমরা আল্লাহর বিচার পাব। তিনি দেশের মানুষকে উদ্দেশ্য করে বলেন, জাগুন-জাগুন। আর কতো হলে আপনাদের বিবেক নাড়া দেবে। আপনারা সাড়া দেবেন। বিএনপি চেয়ারপারসন বলেন, পুলিশকে ভয় দেখানো হয় বিএনপি ক্ষমতায় গেলে চাকরি থাকবে না। কিন্তু তারা তো কোন অপরাধ করেননি। অপরাধ করেছে শেখ হাসিনা। সেই পুলিশকে নির্দেশ দিচ্ছে। আওয়ামী লীগই পুলিশের চরিত্র নষ্ট করেছে। আমি পুলিশ বাহিনীকে বলতে চাই, সামরিক বাহিনীকে বলতে চাই আপনারা এ দেশের সন্তান।