বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ সারাদেশে বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভূক্তির দাবিতে গত ডিসেম্বর ৭ সোমবার বিকাল ৪টায় টিলাগড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১১ ডিসেম্বর ২০১৫ শুক্রবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভূক্তির সিদ্ধান্তের সুপারিশ অর্থ মন্ত্রণালয়কে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। সেই সাথে সারাদেশে পালিত কর্মসূচীর সঙ্গে একাত্মতা পোষণ করে আগামী ১১ ডিসেম্বর ২০১৫ তারিখে সিলেট বিভাগের সকল বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত থাকবেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
‘বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ’ সিলেট বিভাগীয় শাখার আহ্বায়ক প্রভাষক মোঃ ইয়াহইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক মাহবুবুর রউফ নয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক মোঃ সেফুল মিয়া, প্রভাষক মোঃ তোফায়েল আহমেদ, প্রভাষক খালেদ আহমদ, প্রভাষক মোঃ রফিক উদ্দিন, প্রভাষক রেদওয়ান আলম তামিম, প্রভাষক দেলোয়ার হোসেন, প্রভাষক পিনাক ভট্টাচার্য্য, প্রভাষক হুমায়রা বেগম মনি, প্রভাষক লিছা বেগম, প্রভাষক নুসরাত ফাতেমা, প্রভাষক রুবিনা জাহান রুবি, প্রভাষক মাহবুবা বেগম, প্রভাষক রাখাল চন্দ্র বৈষ্ণব, প্রভাষক বিশ্বজিৎ দাম, প্রভাষক শুকরিয়া জাহান, প্রভাষক মোঃ মিজানুর রহমান, প্রভাষক মালেকা নাসরিন, প্রভাষক সুমন কুমার চন্দ, প্রভাষক ক্ষীতিশ চন্দ্র দাস, প্রভাষক রেহানা পারভীন, প্রভাষক অনুপ চক্রবর্তী, প্রভাষক আতিকুল ইসলাম, প্রভাষক মোঃ আজাদ প্রমুখ।