কমলগঞ্জ পৌরসভা নির্বাচন : বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ
এক কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: আসন্ন পৌরসভা নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী আবু ইব্রাহিম জমসেদ এর মনোনয়ন বৈধ ঘোষনা করেছেন রিটানিং অফিসার। শনিবার মনোনয়নপত্র যাচাই বাচাইকালে অগ্রণী ব্যাংক মাধবপুর শাখার নামে ঋণ খেলাপী থাকায় বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় এর ক্রেডিট ইনফরমেশন ব্যুরো থেকে এক ইমেইল বার্তায় কমলগঞ্জ পৌরসভা সাধারণ নির্বাচন-২০১৫ এর রিটানিং অফিসারের কাছে মেয়র প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী আবু ইব্রাহিম জমসেদ-কে অগ্রণী ব্যাংক মাধবপুর শাখার নামে ঋণ খেলাপীর সাথে সংশ্লিষ্ট দেখানোর কারণে বিষয়টি অমীমাসিংত রয়েছিল। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় এর ক্রেডিট ইনফরমেশন ব্যুরো থেকে ফিরতি ইমেইলে বার্তায় ব্যাংক কিয়ারেন্স পাওয়ার পর কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার ইউএনও সফিকুল ইসলাম রোববার বিএনপি মনোনীত প্রার্থী আবু ইব্রাহিম জমসেদ এর মনোনয়ন বৈধ ঘোষনা করেন।
এদিকে রোববার সাধারণ ওয়ার্ড কাউন্সিলারদের মনোনয়ন পত্র বাছাইকালে ঋণ খেলাপীর অভিযোগে কমলগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা সৈয়দ জামাল হোসেনের মনোনয়ন সাময়িকভাবে বাতিল ঘোষনা করেন রিটার্নিং অফিসার। সৈয়দ জামাল হোসেনের নামে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় এর ক্রেডিট ইনফরমেশন ব্যুরো থেকে এক ইমেইল বার্তায় কমলগঞ্জ পৌরসভা সাধারণ নির্বাচন-২০১৫ এর রিটানিং অফিসারের কাছে ঋণ খেলাপীর সাথে সংশ্লিষ্ট দেখানো হয়েছে। সৈয়দ জামাল হোসেন রোববার বিকাল ৫টার মধ্যে ব্যাংক কিয়ারেন্স সার্টিফিকেটের মূল কপি দেখাতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়ন সাময়িকভাবে বাতিল করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাত জাহান বলেন, কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।