সিলেট ছাত্রমৈত্রীর ৩৫তম প্রতিষ্টাবার্ষিকী পালিত
ছাত্রদের অধিকার আদায়ের লড়াই এ থেকে ছাত্রমৈত্রীকে এগিয়ে নিয়ে যেতে হবে।
-কমরেড সিকান্দর আলী
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও পার্টির সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী বলেন, ছাত্রদের অধিকার আদায়ের লড়াই এ থেকে ছাত্রমৈত্রীকে এগিয়ে নিয়ে যেতে হবে। ছাত্র রাজনীতির সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে নিজেদের সংগঠনের বিকাশ ঘটাতে হবে। বর্জুয়া ছাত্ররাজনীতির মাধ্যমে যারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস, চাঁদাবাজী, টেন্ডারবাজী করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ছাত্ররাজনীতির মাধ্যমে যারা অস্ত্রবাজী, দখলবাজী করে তাদের বিরুদ্ধে সাধারণ ছাত্র/ছাত্রীদের ছাত্রমৈত্রীর মাধ্যমে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল নজরুল একাডেমী মিলনায়তনে ছাত্রমৈত্রীর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ছাত্রমৈত্রী সিলেট জেলা কমিটির আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ ছাত্রমৈত্রী সিলেট জেলার সভাপতি স্বপন দাসের সভাপতিত্বে এবং সংগঠনের সিলেট জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান জনির পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বর্তমানে যেভাবে মৌলবাদী জঙ্গিগোষ্ঠির উগ্র ধর্মান্ধতার বিষ চড়াচ্ছে সে বিষয়ে ছাত্রদেরকে সজাগ থাকতে হবে। ধর্মের নামে কোমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে যারা জঙ্গি তৎপরতায় লিপ্ত তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সকল অপচেষ্টা রুখে দিতে হবে। বক্তারা ছাত্রদেরকে মৌলিক শিক্ষা গ্রহণ ও সুস্থ ছাত্ররাজনীতি চর্চার আহ্বান জানান। উল্লেখ্য যে, আলোচনা সভার প্রাক্কালে একটি মনোজ্ঞ র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড আবুল হোসেন, বাংলাদেশ নারী মুক্তি সংসদ সিলেট জেলার সভাপতি ইন্দ্রানীসেন শম্পা, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক কাজী আলফাজ হোসেন, যুবমৈত্রী সিলেট মহানগর সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ, আলমগীর হোসেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, রাহেল আহমদ, ভবজ্যোতি দে রাজু, মাহমুদুল হাসান সাকিল, মাসুদ রানা চৌধুরী, আকিবুল ইসলাম রাজু, মুজালেক আহমদ, জীবন আহমদ, আকাশ উদ্দিন, হৃদয়, মোঃ রুকন উদ্দিন, মোঃ জামিল আহমদ, আমিনা বেগম পিউরি, অরুন মাল, আহসান হাবিব খান, শুভাশিস রায়, রায়হান আহমদ, তাহমিনা বেগম মিতা, শুভচন্দ্র ঘোষ জান্নাতি, রিতা ওঁরাও, আরতি ওঁরাও, শিপা ওঁরাও, মামুন, মনিরুল ইসলাম মনির, মোঃ জাকির হোসেন, ময়না সরকার প্রমূখ।