জাফলংয়ে খাস জমির বাসিন্দাদের প্রতিবাদ সভা
গোয়াইনঘাট প্রতিনিধি :সিলেটের জাফলং নলজুরী ৪নং ওয়ার্ডের শত বর্ষের সরকারি খাস জমির বাসিন্দাদের উচ্ছেদ গুজবে এক প্রতিবাদ সভা শুক্রবার বাদ জুম’আ নলজুরি খেলার মাঠে অনুষ্ঠিত হয়। তামাবিল পাথর চুনাপাথর আমদানী কারক সমিতির সহ সভাপতি গোলাম নবী ভূইয়া (নবু)’র সভাপতিত্বে ও নলজুরী হাই স্কুলের প্রধান শিক্ষক সুশাল চন্দ্র চন্দের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তামাবিল পাথর চুনাপাথর কয়লা আমদানী কারক গ্র“পের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোন সময় সরকারিভাবে যদি উচ্ছেদ করা হয়, তাহলে সরকারকে আপনাদের পূণর্বাসন করেই এখান থেকে উচ্ছেদ করতে হবে, তার আগে নয়। এমপি মহোদয় বলেছেন, আপনার ভয়ের কোন কারণ নেই। কে বা কারা কোন স্বার্থে এ ধরনের গুজবের ঘটনা ঘটিয়েছে তা সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা। এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে রাখুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী সিলেট জেলার শ্রেষ্ঠ করদাতা আলহাজ্ব জালাল উদ্দিন, ২নং জৈন্তাপুর ইউপি উপজেলার সাবেক চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ এখলাছুর রহমান। অন্যান্যের বক্তব্য রাখেন, লিটন মেম্বার, বীণা মেম্বার, ব্যবসায়ী ইলিয়াছ উদ্দিন লিপু, মোবারক হোসেন, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।