কেমুসাসের ৮৯০ তম সাহিত্য আসর
কবিতায় থাকবে সাম্প্রতিক ভাবনার প্রকাশ
বৃহস্পতিবার ০৩ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নিয়মিত সাপ্তাহিক ৮৯০ তম সাহিত্য আসরে বক্তারা বলেন, কবিতায় থাকবে স্বপ্ন-সৃজনশীলতা সাম্প্রতিক ভাবনার আত্মপ্রকাশ। কবিতা কখনো থমকে থাকে না, সময়ের সাথে কবির ভাবনায় আসে পরিবর্তন, তেমনি কবিতায়। যেভাবে বদলায় পাঠকের রুচি, পাঠক চায় সময়ের সাথে প্রিয় লেখকের লেখায় পরিবর্তনশলীতার চাপ। তেমনি কবিদের লেখনি সময়ের সাথে এগিয়ে নিয়ে যেতে হবে শব্দ ভান্ডার শিল্প আর সৃজনশীলতার আত্ম প্রকাশ ঘটিয়ে।
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুস সাদেক লিপনের সভাপতিত্ত্বে আলোচনায় অংশগ্রহণ করেন-কেমুসাসের সহ-সাধারণ সম্পাদক প্রভাষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, গল্পকার সেলিম আউয়াল, গবেষক সৈয়দ মবনু, কবি এখলাছুর রহমান, কবি মামুন সুলতান, ছড়াকার কামরুল আলম, কবি সিদ্দিক আহমেদ।
কামাল আহমদ এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে লেখাপাঠে অংশ নেন- বাসিত ইবনে হাবীব, শামীমা কালাম, রুমান হাফিজ, আলাল আহমদ, সৈয়দ আছলাম হোসেন, সিরাজুল হক, বশির আহমদ, রকিব জিয়া, মিনহাজ ফয়সল, দেলোয়ার হোসেন দিলু, তাসলিমা খানম বীথি, আব্দুল হামীদ, আবদুল কাদির জীবন, সৈয়দ মনাক্কা নাছিম, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ লাহিন নাহিয়ান(স¤্রাট), ইয়াকুব শাহরিয়ার, সিদ্দিক আহমদ, আমিনা শহীদ চৌধুরী মান্না, মিছবাহ উদ্দীন, আনয়ার আলী, কবির আশরাফ, রাজ্জাক রাজু, সৈয়দ মুক্তদা হামিদ, মোয়াজ্জেম আনাম, শাহাদৎ হোসেন টিপু, বাহা উদ্দীন বাহার, হেলাল উদ্দীন দাদন, রেনুফা রাখি । সাহিত্য আসর পরিচালনা করেন মামুন হোসেন বিলাল। সাহিত্য আসরে লেখা পাঠে অংশগ্রহণকারী লেখকদের মধ্যে সেরা লেখক নির্বাচিত হন কবির আশরাফ। বিজ্ঞপ্তি।