বিজয় মাসের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
ডেস্ক রিপোর্টঃ ডিসেম্বর শুরু, বিজয়ের গৌরবময় মাস। মুক্তিযুদ্ধে বাঙালির গৌরবময় এই মাস স্মরণে প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। সোমবার রাত ১২টা এক মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বিপুল আত্মত্যাগের মধ্যদিয়ে ১৯৭১ সালের ডিসেম্বরে বিশ্ব মানচিত্রে স্থান করে নেয় বাংলাদেশ।
ডিসেম্বরের ১৬ তারিখে ঢাকার তৎকালীন রেসকোর্স (এখন সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে মুক্তিবাহিনী ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করেন যুদ্ধে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল আমীর আব্দুলাহ খান নিয়াজী; মুক্ত বাংলাদেশে ওড়ে স্বাধীন দেশের লাল-সবুজ পাতাকা।
বিজয় মাসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোমবাতি প্রজ্জ্বলন করে ক্ষমতাসীর দলের নেতাকর্মীরা। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।