আজকের ক্ষুদে বিজ্ঞানীরাই গড়বে আগামীদিনের স্বপ্নের সোনার বাংলাদেশ
এসআইইউ এ ফিজিক্স অলিম্পিায়ড অনুষ্ঠিত
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফিজিক্স অলিম্পিয়াড – ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আজকের ক্ষুদে বিজ্ঞানীরাই গড়বে আগামীদিনের স্বপ্নের সোনার বাংলাদেশ। তারা আশাব্যক্ত করে বলেন বাংলাদেশের তরুণরা অমিত সম্ভাবনাময় শিক্ষা, সংস্কৃতি, ক্রাড়াসহ সকল ক্ষেত্রে আজ তারুন্যেও জয় জয়কার। তারা বলেন বিজ্ঞানের উৎকর্ষতায়ও আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে নেই। তারা তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিজ্ঞানের প্রতি আগ্রহ নিয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে নিষ্টার কোনো বিকল্প নেই।
গতকাল সোমবার সকালে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাগবাড়ীস্থ নিজস্ব ক্যাম্পাসে এ অলিম্পিয়াড – ২০১৬ অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সুশান্ত কুমার দাশ।
এ সময় পায়রা, বেলুন উড়িয়ে কর্মসুচী শুরু হয়। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অলিম্পিয়াড আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ঋষিকেশ ঘোষ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, প্রফেসর রুহুল আমিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, আইন বিভাগের প্রধান হুমায়ুন কবির, অধ্যাপক এক্রামুল ফারুক, অর্থ পরিচালক সুশান্ত আচর্য্য, সহকারী প্রক্টর প্রভাষক প্রণবকান্তি দেব, নেসার আহমদ, জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন তাজ, সহকারী অধ্যাপক আবু সাঈদ মো: আব্দুল্লাহ ও শাহজাহান আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সৈয়দ হাসান মাহমুদ ও প্রভাষক ফারজানা আকঞ্জী।
উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা মূলক পরীক্ষা এতে ৩ ক্যাটাগরিতে পাচঁ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। দুপুরে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এসময় অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানও পুরস্কার বিতরনীর মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে। সারাদিন ব্যাপী এ অনুষ্ঠানে এসআইইউয়ের শিক্ষক কর্মকর্তা সহ সিলেটের বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।